সোনালী

সোনালী

নিমাই ভট্টাচার্য

সোনালী

Books Pointer Iconনিমাই ভট্টাচার্য
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৩ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পরিচ্ছেদঃ ০১

খোকন ওকে দেখেই থমকে দাঁড়িয়ে বলল, কী আশ্চর্য! তুই শাড়ি পরেছিস!

সোনালী ওকে প্রণাম করে সুটকেশটা হাতে নিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি চিরকালই ছোট থাকব?

খোকন ড্রইংরুম পার হয়ে ভিতরের দিকে যেতে যেতে বলল, না, না, তুই মস্ত বড় হয়েছিস।

সোনালী সঙ্গে সঙ্গে খোকনের মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমি বড় হইনি বড়মা?

খোকনের মা হাসতে হাসতে বললেন, ...

Loading...