Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
নিমাই ভট্টাচার্য

@লেখক

নিমাই ভট্টাচার্য (১০ এপ্রিল ১৯৩১ - ২৫ জুন ২০২০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাংবাদিক।


প্রারম্ভিক জীবন: তিনি যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার শরশুনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে মাতৃহীন হন। পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। ১৯৪৮ সালে মাধ্যমিক পাস করার পর তিনি কলকাতার রিপন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক শেষ করেন। দেশভাগের পর তিনি পশ্চিমবঙ্গে স্থায়ী হন।


শিক্ষা জীবন: নিমাই ভট্টাচার্য Kolkata কর্পোরেশনের ফ্রি স্কুলে পড়াশোনা শুরু করেন এবং যশোরে সম্মিলনী ইন্সটিটিউশনে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতায় রিপন স্কুলে ভর্তি হন এবং ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করেন, পরবর্তীতে আই.এ. ও বি.এ. পাস করেন।


কর্মজীবন: সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি দিল্লিতে পঁচিশ বছর ধরে রাজনৈতিক, কূটনৈতিক ও সংসদীয় সাংবাদিক হিসেবে কাজ করেন। ভারতের অনেক প্রধানমন্ত্রীদের সঙ্গে বিদেশ সফর করে নিউজ কাভার করেছেন। তার লেখা প্রথম উপন্যাস ১৯৬৩ সালে সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রকাশিত হয়, যা ব্যাপক প্রশংসা লাভ করে।


উল্লেখযোগ্য গ্রন্থ: তার ১৫০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে পরিচিত রচনা "মেমসাহেব" উপন্যাসটি, যা ১৯৭২ সালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়।

১৭২

বার পড়া হয়েছে

৩৮

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোট গল্প