উত্তরণ

উত্তরণ

আশাপূর্ণা দেবী

উত্তরণ

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পরিচ্ছেদ ১

ওদের দোতলা আর তিনতলার সব আলো নিভে গিয়েছিল তখন। ঘরের দালানের সিঁড়ির। বেশ কিছুক্ষণ আগেই গিয়েছিল। এমন কি কৌশিকের দাদা কৌস্তুভের বেশী রাতে পড়াশোনার ভারী শেড দেওয়া টেবল ল্যাম্পের আলোর রেশটাও দেখা যাচ্ছিল না আর গ্যারেজের মাথার নীচু ঘরটার জানলা দিয়ে।

শুধু নীচের তলায় রান্নাঘরের আলোটা তখন জ্বলছিল তার স্বল্পশক্তি নিয়ে।

সব দিকের সব কাজ মিটিয়ে বংশী রান্নাঘর ধাওয়া ম...

Loading...