নীড়

নীড়

জসীম উদ্দীন

নীড়

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গড়াই নদীর তীরে,

কুটিরখানিরে লতা-পাতা-ফুল মায়ায় রয়েছে ঘিরে।

বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি,

উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি।

মাচানের পরে সীম-লতা আর লাউ কুমড়ার ঝাড়,

আড়া-আড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার।

তল দিয়ে তার লাল নটেশাক মেলিছে রঙের ঢেউ,

লাল শাড়ীখানি রোদ দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ।

মাঝে মাঝে সেথা এঁদো ডো...

Loading...