
শব্দের বিছানা

পূর্ণেন্দু পত্রী
| পূর্ণেন্দু পত্রী | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
স্বরচিত নির্জনতা, সযত্ন-সৃজিত নির্জনতা
তুমি আছ পার্শ্ববর্তী,কী অপুর্ব সুখ।
বাইরে ভুলের হাওয়া বইছে বহুক।
পল্লবেরা মরে শুধু পল্লবেরা অবেলায় ঝরে
পল্লবেরা কাঁপে গায়ে হতাশার জর
বনস’লী ভুলে গেছে নিজস্ব মর্মর।
আদিম চীৎকার তুলে
কাপালিক মগ্ন মন্ত্র পাঠে
অশ্রুধ্বনি নাভীমূলে
অবনত শোকে যারা হাঁটে।
কেউ যদ...