রেটিনোপ্যাথি

রেটিনোপ্যাথি

তসলিমা নাসরিন

রেটিনোপ্যাথি

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দুশ্চিন্তা কোরো না,

দুশ্চিন্তা করলে তোমার রক্তচাপ বেড়ে আকাশ ছোবে,

দুশ্চিন্তা করলে তুমি নির্ঘাত মরবে।

চিকিৎসক বারবারই সাবধানবাণী আওড়াচ্ছেন।


কিন্তু কী করে দুশ্চিন্তামুক্ত হবো এই অজ্ঞাতবাসে,

একটা স্বাধীনচেতা মানুষকে জন্তুর মতো তুলে এনে

আচমকা খাঁচায় বন্দি করলে কী করে দুশ্চিন্তামুক্ত হবে সে!

খাঁচা থেকে আদৌ কোনওদিন মুক্তি পাবে কি না,

মা...

Loading...