
সাফ কথা

তসলিমা নাসরিন
তোমাকে তোমার বাড়ি থেকে ছিনতাই করে নিয়ে গেছে ওরা,
তোমার জীবন থেকে তোমাকে কেড়ে নিয়ে বন্দি করেছে ব্যালটবাক্সে।
কোনও স্বজনের একটি হাতও, সামান্য সুযোগ নেই, একবার স্পর্শ করো,
তোমারই জীবনের কণামাত্র তোমার অধিকারে নিয়ে
তোমার সুযোগ নেই একবার যাপন করো।
মানো বা নাই মানেনা, অন্যের সম্পত্তি এখন তুমি,
তোমার কিছুই আর তোমার নেই,
একঘর হাহাকার ছাড়া তোমার জন্য বর...