আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন

আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন

তসলিমা নাসরিন

আজ যদি গান্ধিজী বেঁচে থাকতেন

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজ যদি বেঁচে থাকতেন গান্ধিজী,

যে করেই হোক বন্দি শিবির থেকে

আমাকে উদ্ধার করতেন।

নিরাপদে বাড়ি পৌঁছে দিতেন।

এ আমি হলফ করে বলতে পারি, দিতেন।

হৃদয় বলে যেহেতু তাঁর কিছু ছিল, তিনি দিতেন।


বাড়ির ঘর দোর উঠোন আঙিনায়

নিশ্চিন্তে হাঁটাহাঁটি, উছলে পড়া খুশি,

বিন্দু বিন্দু স্বপ্ন দিয়ে সাজানো সংসার-সমুদ্রে

আমার সঞ্জীবনী সাঁতার দেখে

ব...