আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা

আমি ভালো নেই, তুমি ভালো থেকো প...

তসলিমা নাসরিন

আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ভালো নেই আমি, এভাবে কেউ কোনওদিন ভালো থাকেনি কোথাও।

এভাবেই তুমি আমাকে রেখেছে কলকাতা, এভাবেই নির্বাসনে,

এভাবেই একঘরে করে। এভাবেই অন্ধ কূপে।

পায়ের তলায় পিষছে প্রতিদিন, প্রতিদিন পিষছো পায়ের তলায়।

গলা টিপে ধরেছো কথা বলেছি বলে,

হাত কেটে নিয়েছো লিখেছি বলে।


কাউকে হত্যা করিনি, কারও অনিষ্ট করিনি, কারও দিকে পাথর ছুঁড়িনি,

মানবতার পক্ষে কিছু অপ্র...

Loading...