কোথাও কেউ

কোথাও কেউ

তসলিমা নাসরিন

কোথাও কেউ

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কোথাও না কোথাও বসে ভাবছো আমাকে, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার,

মনে মনে আমাকে দেখছো, কথা বলছো,

হাঁটছো আমার সঙ্গে, হাত ধরছো,

হাসছো।

এমন যখন ভাবি, এত একা আমি, আমার একা লাগে না,

ঘাসগুলোকে আগের চেয়ে আরও সবুজ লাগে,

গোলাপকে আরও লাল,

স্যাঁতস্যাঁতে দিনগুলোকেও মনে হয় ঝলমলে,

কোথাও না কোথাও আমার জন্য কেউ আছে

এই ভাবনাটি আমাকে নির্ভাবনা দেয়,

ঘ...

Loading...