ফিরে এসো

ফিরে এসো

তসলিমা নাসরিন

ফিরে এসো

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কোনও একদিন ফিরে এসো, যে কোনও একদিন, যেদিন খুশি

আমি কোনও দিন দিচ্ছি না, কোনও সময় বলে দিচ্ছি না, যে কোনও সময়।

তুমি ফিরে না এলে এই যে কী করে কাটাচ্ছি দিন

কী সব কাণ্ড করছি,

কোথায় গেলাম, কী দেখলাম

কী ভালো লেগেছে, কী না লেগেছে — কাকে বলবো!

তুমি ফিরে এলে বলবো বলে আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি।

চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছি, তুমি ফিরে এলে যেন

এ...

Loading...