কন্যাটির কথা

কন্যাটির কথা

তসলিমা নাসরিন

কন্যাটির কথা

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কন্যাটিকে ফেলে আসতে হয়েছে কলকাতায়,

নাওয়া খাওয়া বন্ধ করে বসেছিল দীর্ঘদিন,

এখনও মলিন মুখে জানালায় বসে থাকে, দিন গোনে।


শীত কাটাতে হল একা একা,

নরম লেপের তলায় আমার উষ্ণতা পেতে পেতে

এ বছর আর ঘুমোনো হল না ওর।

আমার অপেক্ষা করে ওর শীত গেল, ছুটির গরমকাল

যেন না যায়, যে-করেই হোক আমাকে ও চায়,

ফিরে পেতে চায় নিশ্চিন্তির দিন।


...
Loading...