সংসার সাজায়ে তুমি আছিলে রমণী

সংসার সাজায়ে তুমি আছিলে রমণী

রবীন্দ্রনাথ ঠাকুর

সংসার সাজায়ে তুমি আছিলে রমণী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সংসার সাজায়ে তুমি আছিলে রমণী,

আমার জীবন আজি সাজাও তেমনি

নির্মল সুন্দর করে। ফেলি দাও বাছি

যেথা আছে যত ক্ষুদ্র তৃণকুটাগাছি–

অনেক আলস্যক্লান্ত দিনরজনীর

উপেক্ষিত ছিন্নক্ষণ্ড যত। আনো নীর,

সকল কলঙ্ক আজি করো গো মার্জনা,

বাহিরে ফেলিয়া দাও যত আবর্জনা।

যেথা মোর পূজাগৃহ নিভৃত মন্দিরে

সেথায় নীরবে এসো দ্বার খুলি ধীরে-

মঙ্গলকনকঘটে পুণ্...

Loading...