হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে

হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে

রবীন্দ্রনাথ ঠাকুর

হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে

কে তোমারে আন্দোলিছে বিরাট মন্থনে

অনন্ত বরষ ধরি। দেবদৈত্যদলে

কী রত্ন সন্ধান লাগি তোমার অতলে

অশান্ত আবর্ত নিত্য রেখেছে জাগায়ে

পাপে-পুণ্যে সুখে-দুঃখে ক্ষুধায়-তৃষ্ণায়

ফেনিল কল্লোলভঙ্গে। ওগো, দাও দাও

কী আছে তোমার গর্ভে– এ ক্ষোভ থামাও।

তোমার অন্তরলক্ষ্মী যে শুভ প্রভাতে

উঠিবেন অমৃতের পাত্র বহি হাতে

...

Loading...