যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো

যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো

হুমায়ুন আজাদ

যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার আট বছরের মেয়ে মৌলির সব কিছুই ভালো লাগে।

ওকে একটি গোলাপ এনে দিলে তো কথাই নেই,

গোলাপের দিকে ও এমনভাবে তাকায় যে ওর ভালো লাগার রঙ

গোলাপের পাপড়ির চেয়েও রঙিন হয়ে চারদিকে

ছড়িয়ে পড়ে।


ওকে একটা শস্তা ফ্রক কিনে দিলাম একবার।

ফ্রকটি পেয়ে ও আনন্দে এতোটা লাফিয়ে উঠলো যে আমি খুব

বিব্রত বোধ করলাম।


চিড়িয়াখানায় হরিণ আর খরগোশ দ...

Loading...