
যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার আট বছরের মেয়ে মৌলির সব কিছুই ভালো লাগে।
ওকে একটি গোলাপ এনে দিলে তো কথাই নেই,
গোলাপের দিকে ও এমনভাবে তাকায় যে ওর ভালো লাগার রঙ
গোলাপের পাপড়ির চেয়েও রঙিন হয়ে চারদিকে
ছড়িয়ে পড়ে।
ওকে একটা শস্তা ফ্রক কিনে দিলাম একবার।
ফ্রকটি পেয়ে ও আনন্দে এতোটা লাফিয়ে উঠলো যে আমি খুব
বিব্রত বোধ করলাম।
চিড়িয়াখানায় হরিণ আর খরগোশ দ...