মাটি
তসলিমা নাসরিন
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যার দিয়ে অভ্যেস, হাত পেতে কিছু নিতে গেলে আঙুলগুলো
গুটিয়ে আনে সে,
যার নিয়ে অভ্যেস, আঙুল ছড়ানোই থাকে তার, আঙুলের মাথায়
এক একটা হিরের মুকুট পরবে বলে, মনে মনে প্রার্থণা করে সে পাঁচশ আঙুল।
তুমি যখন ভালোবাসা দেবে বলছ...