
উপন্যাসের খসড়া
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
| রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনসাহিত্য কুঞ্জ০৭ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যুবকটি দুরকমই ভেবেছিলো। যদি যুবতী ফিরে আসে এবং একসাথে থাকতে রাজি হয়, তাহলে নিজের সমস্ত উড়নচন্ডিপনার সাথে শেষবারের মতো সে লড়বে। আর তা না হলে সম্পূর্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে সে। মানসিক ইভলমেন্ট না থাকলে সে অন্য মেয়েকে নিয়ে ভাবতে পারবে। অথবা সে আবার আগের মতো একা একা থাকতে শুরু করবে। শামুকের মতো গুটিয়ে নেবে নিজেকে।
নারীটি চিরকালীন নারীর মতো তার কুয়াশা বা আশা কোনোটিকে স্প...