@লেখক
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৯৫৬-১৯৯১) ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি কবি ও গীতিকার। তার বিখ্যাত কবিতা “বাতাসে লাশের গন্ধ” এবং “ভালো আছি ভালো থেকো”-এর মতো জনপ্রিয় গানগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং জীবনের শুরু থেকেই বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
১৯৫৬ সালের ১৬ই অক্টোবর বরিশালে জন্ম নেওয়া রুদ্রর পৈতৃক নিবাস ছিল বাগেরহাটের মোংলায়। ছাত্র হিসেবে তিনি বেশ মেধাবী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও কবিতার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন, এমনকি ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বন্ধুদের নিয়ে একটি লাইব্রেরিও গড়ে তোলেন।
যৌবনে তিনি ছিলেন প্রাণবন্ত, কিছুটা ভবঘুরে স্বভাবের। লম্বা চুল, দাঁড়ি, আর জিন্স পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসতেন। তবে কবিতার ক্ষেত্রে তার একাগ্রতা ছিল অতুলনীয়। মাত্র ৩৪ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি ৭টি কাব্যগ্রন্থ, গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন। তার লেখায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণআন্দোলন এবং ধর্মনিরপেক্ষতার বলিষ্ঠ প্রকাশ ঘটেছে।
এই প্রতিভাবান কবি ১৯৯১ সালের ২১শে জুন মারা যান। তার স্মরণে বাগেরহাটের মোংলায় গড়ে উঠেছে “রুদ্র স্মৃতি সংসদ”।
বার পড়া হয়েছে
বইসমগ্র