
অন্য রকম ফেব্রুয়ারি

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এই ফেব্রুয়ারিটা অন্য রকম। প্রতিবছর আমি ফেব্রুয়ারি মাসটার জন্য আলাদাভাবে অপেক্ষা করি। সারা বছর লেখালেখি করার সময় পাই না। তাই ক্যালেন্ডারে যখন দেখতে পাই ফেব্রুয়ারি মাস আসি আসি করছে, তখন আমি নাক-মুখ গুঁজে লিখতে বসি। ফেব্রুয়ারি মাস আসতে আসতে লেখালেখি শেষ করে বইমেলার জন্য অপেক্ষা করি। যদি ঢাকা শহরে থাকতাম, তাহলে নিশ্চয়ই প্রতিদিন বইমেলায় হাজির হতাম, কিন্তু সেটি আমার ভাগ্যে নেই। ছুটিছাটায় য...