
শিউলি ফুল

বুদ্ধদেব গুহ
আমাদের হাজারিবাগের বাড়ির পাশে মাধব জ্যাঠার বাড়ি ছিল৷ কাণহারি হিলের পায়ের কাছে ঘন সবুজ শালজঙ্গলের মধ্যে ছিল সেই দুটি বাড়ি৷ সেই শালবনের ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া হাওয়াতে চাবুক মেরে, নীল আকাশের বুক চিরে উড়ে যেত সীতাগড়া পাহাড়ের দিকে৷ বাড়ির সামনে দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছিল কোররার মোড়ের দিকে৷ সেখানেই বাস রাস্তা৷ সেটি চলে গেছিল হাজারিবাগ শহরের দিকে৷ সে রাস্তার অন্য মুখ ছিল বগদরের দিকে টাট...