
পৃথক পালঙ্ক (কাব্যগ্রন্থ)

আবুল হাসান
| আবুল হাসান | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উৎসর্গ : সুরাইয়া খানম
নচিকেতা
মারী ও বন্যায় যার মৃত্যু হয় হোক। আমি মরি নাই–শোনো
লেবুর কুঞ্জের শস্যে সংগৃহীত লেবুর আত্মার জিভে জিভ রেখে
শিশুর যে আস্বাদ আর নারী যে গভীর স্বাদ
সংগোপন শিহরণে পায়-আমি তাই!
নতুন ধানের ঋতু বদলে পালা শেষে
শস্যিতা রৌদ্রের পাশে কিশোরীরা যে পার্বণে আজো হয়
পবিত্র কুমারী শোনো...