বানর যুথ

বানর যুথ

জসীম উদ্দীন

বানর যুথ

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গহন বনের মাঝে,

বুড়ো বটগাছ শিকড়ে- বাকলে জড়ায়েছে নানা সাজে।

জীর্ণ শীর্ণ বুকের পাঁজর গিয়াছে হইয়া ফাঁক,

তাহার মধ্যে বাসা বাঁধিয়াছে কোকিল শালিক কাক।

সাপের খোলস ঝুলে আছে কোথা, কোথাও শুকনো ডাল,

মহাযোগী বট ধ্যানে নিমগ্ন কত যুগ কত কাল।


সেদিন প্রভাতে বেড়াতে বেড়াতে হেরিলাম তার তলে,

বানরের দল ঘুমায়ে রয়েছে ধরিয়া এওর গলে।

কোন বা জননী, স...

Loading...