মাটির কান্না

মাটির কান্না

জসীম উদ্দীন

মাটির কান্না

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনকাব্য রচিত১৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

খেতের পরে খেত চলেছে, খেতের নাহি শেষ

সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ।

সেই কেশেতে গয়না ও পরায় প্রজাপতির ঝাঁক,

চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক।

সাদা সাদা বক-কনেরা রচে সেথায় মালা,

শরৎকালের শিশির সেথা জ্বালায মানিক আলা।

তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,

মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।

সেই ফসলে আসমানীদের নেইকো অধিকার,

জীর...

Loading...