পল্লী সমাজ

পল্লী সমাজ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পল্লী সমাজ

Books Pointer Iconশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবিথি শর্মা২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক

বেণী ঘোষাল মুখুয্যেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কই গা?

মাসি আহ্ণিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তা হ’লে রমা, কি করবে স্থির করলে?

জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল, কিসের বড়দা?


বেণী কহ...

Loading...