
দক্ষযজ্ঞনাশ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূতনাথ ভূতসাথ দক্ষযজ্ঞ নাশিছে।
যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্র অট্ট হাসিছে।
প্রেতভাগ সানুরাগ ঋম্প ঝম্প ঝাঁপিছে।
ঘোর রোল গণ্ডগোল চৌদ্দ লোক কাঁপিছে
সৈন্যস্থত মন্ত্রপুত দক্ষ দেয় আচ্ছতি।
জন্মি তায় সৈন্য ধায় অশ্ব ঢালি মাহুতি।
বৈরিপক্ষ যক্ষ রক্ষ রুদ্রবর্গ ডাকিয়া।
যাও যাও হুঁদিখাও দক্ষ দেই হাঁকিয়া।
সে সভায় আত্মগায় রুদ্র দেন নিবৃতি।
দক্ষয়াজ পায় লাজ আর'ন...