নির্ঝর

নির্ঝর

কাজী নজরুল ইসলাম

নির্ঝর

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনপূজা দেবনাথ২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অভিমানী


টুকরো মেঘে ঢাকা সে

ছোট্ট নেহাত তারার মতন সাঁঝবেলাকার আকাশে

সে ছিল ভাই ইরান দেশের পার্বতী এক মেয়ে।

রেখেছিল পাহাড়তলির কুটিরখানি ছেয়ে

ফুল-মুলুকের ফুলরানি তার এক ফোঁটা ওই রূপে;

সুদূর হাওয়া পথিক হাওয়া ওই সে পথে যেতে চুপে-চুপে

চমকে কেন থমকে যেত, শ্বাস ফেলত, তাকে দেখে দেখে

যাবার বেলায় বনের বুকে তার কামনার কাঁ...

Loading...