
মরুভাস্কর

কাজী নজরুল ইসলাম
অবতরণিকা
জেগে ওঠ তুই রে ভোরের পাখি নিশি-প্রভাতের কবি! লোহিত সাগরে সিনান করিয়া উদিল আরব-রবি। ওরে ওঠ তুই, নূতন করিয়া বেঁধে তোল তোর বীণ! ঘন আঁধারের মিনারে ফুকারে আজান মুয়াজ্জিন । কাঁপিয়া উঠিল সে ডাকের ঘোরে গ্রহ, রবি, শশী, ব্যোম, ওই শোন শোন ‘সালাতের’ ধ্বনি ‘খায়রুমমিনান্নৌম !’ রবি-শশী-গ্রহ-তারা ঝলমল গগনাঙ্গনতলে সাগর ঊর্মি-মঞ্জীর পায়ে ধরা নেচে নেচে চলে। তটিনী-মেখল...