বাসন্তী

বাসন্তী

কাজী নজরুল ইসলাম

বাসন্তী

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কুহেলির দোলায় চড়ে

এল ওই কে এল রে?

মকরের কেতন ওড়ে

শিমুলের হিঙুল বনে।

পলাশের গেলাস-দোলা

কাননের রংমহলা,

ডালিমের ডাল উতলা

লালিমার আলিঙ্গনে॥

না যেতে শীত-কুহেলি

ফাগুনের ফুল-সেহেলি

এল কি? রক্ত-চেলি

করেছে বন উজালা।

ভুলালি মন ভুলালি,

ওলো ও শ্যাম-দুলালি,

তমালে ঢাললি লালি,

নীলিমায় লাল দেয়া...

Loading...