
আয়না নয়

সুনীল গঙ্গোপাধ্যায়
ভূতের গল্পের শেষে যদি দেখা যায়, যাকে ভূত বা পেত্নী বলে ভাবা গিয়েছিল, সেটা আসলে একটা বেল গাছ, কলা বা তেঁতুল গাছ, তখন বড্ড রাগ হয়। ভূতের গল্প হবে খাঁটি ভূতের গল্প, নইলে শুধু শুধু ঠকাবার দরকার কি?
মুশকিল হচ্ছে এই যে আমি নিজে ভূত বিশ্বাস করি না, আবার ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। আমি অনেক পোড়ো বাড়ি কিংবা ভূতুড়ে বাড়িতে রাত্রে থেকেছি কিন্তু সেখানেও কোনোদিন ভূত দেখতে পাইনি, ...