
অচেনা মানুষ

সুনীল গঙ্গোপাধ্যায়
১. বিহার আর পশ্চিমবাংলার সীমান্তের কাছাকাছি কোনো অঞ্চল
কর্নেল সেন বললেন, জায়গার নামটা আমি বলব না। ধরে নাও, বিহার আর পশ্চিমবাংলার সীমান্তের কাছাকাছি কোনো অঞ্চল। সময়টা শীতকাল—নভেম্বর মাস, খুব জাঁকিয়ে শীত তখনও পড়েনি। গাড়িতে আমি একাই ছিলাম–
রঞ্জন বলল, কেন, জায়গাটার নাম বলতে আপনার আপত্তি কী? পটভূমিকা সম্পর্কে ভালো ধারণা না হলে গল্প জমে না।
কর্নেল সেন চুরুটের ছাই...