
রাত গভীর

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দোষ আমারই। বন্ধুর বোনের বিয়ে। যাব আর খেয়ে চলে আসব, এই ঠিক ছিল। কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, ‘উদ্ধার করে দে ভাই ভীষণ বিপদে পড়েছি।’
‘কী আবার হল?’
‘পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম। তোদের হাত লাগাতে হবে।’
‘ঠিক আছে।’ পাঞ্জাবি খুলে ফেললাম। তারপর কোমরে গামছা বেঁধ...