
ওরা থাকে পাতালে

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
ববিন, মানে বেদব্রত সরকার রানিগঞ্জের সেন্ট স্টিফেনস স্কুলে ক্লাস ফোর থেকে ফাইভে প্রমোশন পেল, আর ওর বাবা ভাস্কর সরকারও ঠিক তখনই অমৃতনগর কোলিয়ারি থেকে শিমুলিয়া কোলিয়ারিতে ট্র্যান্সফার হয়ে গেলেন।
কোলিয়ারি মানে কয়লার খাদ—যেখানে মাটির নীচ থেকে কয়লা তোলা হয়। রানিগঞ্জের আশেপাশে এরকম অনেক কয়লাখনি রয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বলে একটা কোম্পানি সেগুলোর মালিক। কোম্পানিটাকে ...