
করুণা তোমার কোন পথ দিয়ে

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনরিয়া দাস২০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
‘এ্যাঁ? তুমিও কুম্ভে? কী কাণ্ড! তবে যে কাকীমা বললেন তুই হায়দ্রাবাদে সেমিনারে গেছিস, ন্যাশনাল ইন্টিগ্রেশন না কী সব নিয়ে বক্তৃতা দিচ্ছিস?’ এই দেড়দিন ফিরে অবধি অন্তত বিশবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। মা বেচারীকে একটু ফল্স পজিশনে ফেলা হয়ে গেছে সত্যিই! ঠিকঠাক করে তো আর যাইনি, যে বলে-কয়ে গুছিয়ে-গাছিয়ে যাব? কাঁচুমাচু গলায় বলি, ‘হ্যাঁ, ঐ হায়দ্রাবাদের সেমিনা...