
লজ্জাহর

সমরেশ মজুমদার
বিমল মিত্র
রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল। সে-রামও নেই, সে-অযোধ্যাও নেই। কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী, তো আর কারো সুবিধে হোক আর না-হোক—ভারি সুবিধে হতো রমাপতিরা।
সত্যি, অমন অহেতুক লজ্জাও বুঝি কোনও পুরুষ-মানুষের হয় না।
মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি—
হঠাৎ চীকা...