
গৃহত্যাগী

প্রচেত গুপ্ত
দিব্যকান্তিবাবুর ইচ্ছে করছে পাশের ঘরে গিয়ে এখনই ছোকরার গালে একটা চড় লাগান। সাধারণ চড় নয়। ঠাঁটিয়ে চড়। ঠাঁটিয়ে চড়ের অনেক রকম গুণ আছে। সব থেকে বড় গুণ হল, ঠিকমতো মারতে পারলে ব্রেনে সরাসরি অ্যাকশন হয়। যে চড় খায়, সে দ্রুত বুঝতে পারে কেন মারা হল৷ আলাদা করে কারণ বলতে হয় না। দিব্যকান্তিবাবুর বিশ্বাস, এই ছোকরার বেলাতেও একই ঘটনা ঘটবে। চড় মারামাত্র সে চড়ের কারণ বুঝতে পারবে।
...