বর্ষাপ্রভাত
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওগো , এমন সোনার মায়াখানি
কে যে গড়েছে !
মেঘ টুটে আজ প্রভাত - আলো
ফুটে পড়েছে ।
বাতাস কাহার সোহাগ মাগে ,
গাছে - পালায় চমক লাগে ,
হৃদয় আমার বিভাস রাগে
কী গান ধরেছে !
আজ বিশ্বদেবীর দ্বারের কাছে
কোন্ সে ভিখারী