
রাণুর কথামালা

বিভূতিভূষণ মুখোপাধ্যায়
| বিভূতিভূষণ মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকিতাবের কথা১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পান্নালালকে শ্রীরামপুরের ভীষ্ম বলা হইত। তাহার প্রতিজ্ঞা ছিল, প্রাণ দিবে, তবু বিবাহ করিবে না।
সে-যুগের এক-একটা দিনের কথা এখনও স্পষ্ট মনে পড়ে। সন্ধ্যার মুখে গঙ্গার ঘাটে সব বসিয়া আছি, তৰ্ক চলিতেছে। তখন কলেজে নূতন জীবন, লজিকের ঝাঁজ খুব বেশি, সবারই পান্নালালকে কোণঠাসা করিবার চেষ্টা। কে একজন বলিলাম, বেশ, প্রাণ দেবে, তবু বিয়ে করবে না; কিন্তু যদি জবরদস্তি...