প্রশ্ন
তসলিমা নাসরিন
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মরে গেলে লাশখানা রেখে এসো ওখানে,
মেডিক্যালের শবব্যবচ্ছেদ কক্ষে,
মরণোত্তর দেহদান ওখানেই করেছি,
রেখে এসো কলকাতা শহরে লাশ।
জীবিত নেবে না আমাকে ও শহর।
মরলে নেবে তো? প্রিয় কলকাতা।