বিদায়

বিদায়

রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায়

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে

নব বন্ধু নব হর্ষ নব সুখ আশে।

সুন্দরী রমণী কত, দেখিবে গো শত শত

ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে?

তব প্রেম প্রিয়তম, অদৃষ্টে নাইকো মম

সে-সব দুরাশা সখা করি না স্বপনে

কাতর হৃদয় শুধু এই ভিক্ষা চায়

ভুলো না আমায় সখা ভুলো না আমায়।

স্মরিলে এ অভাগীর যাতনার কথা,

যদিও হৃদয়ে লাগে তিলমাত্র ব্যথা,

মরমের আশা ...

Loading...