
পাপড়ি খোলা

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরমকথা
পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই শরম-নতা।
কাঁখচুমা তার কলসি-ঠোঁটে
উল্লাসে জল উলসি ওঠে,
অঙ্গে নিলাজ পুলক ছোটে
বায় যেন হায় নরম লতা।
অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশী কে
হানলে দিঠি পিয়াস-জাগা পথবালা এই উর্বশীকে!
শূন্য তাহার কন্যা-হিয়া
ভ...