ত্যাগ
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওগো মা ,
রাজার দুলাল গেল চলি মোর
ঘরের সমুখপথে ,
প্রভাতের আলো ঝলিল তাহার
স্বর্ণশিখর রথে ।
ঘোমটা খসায়ে বাতায়নে থেকে
নিমেষের লাগি নিয়েছি মা দেখে ,
ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার
পথের ধুলার'পরে ।
মা গো , কী হল তোমা...