না জানি কারে দেখিয়াছি

না জানি কারে দেখিয়াছি

রবীন্দ্রনাথ ঠাকুর

না জানি কারে দেখিয়াছি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


না জানি কারে দেখিয়াছি,

দেখেছি কার মুখ।

প্রভাতে আজ পেয়েছি তার চিঠি।

পেয়েছি তাই সুখে আছি,

পেয়েছি এই সুখ–

কারেও আমি দেখাব নাকো সেটি।

লিখন আমি নাহিকো জানি–

বুঝি না কী যে রয়েছে বাণী–

যা আছে থাক্‌ আমার থাক্‌ তাহা।

পেয়েছি এই সুখে আজি

পবনে উঠে বাঁশরি বাজি,

পেয়েছি সুখে পরান গাহে “আহা’।



পণ্ডিত সে ক...

Loading...