দেশ কাল মানুষ

দেশ কাল মানুষ

সুনীল গঙ্গোপাধ্যায়

দেশ কাল মানুষ

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দেশ-কাল-মানুষ


যে আমি এককালে দেশকে ভালোবেসে গেয়েছি কত গান

দেশের ডাক শুনে, অথবা না শুনেও, চেয়েছি প্রাণ দিতে

মুঠোয় আমলকী, ব্যাকুল কৈশোর, ভুলেছি জননীকে

দেশই গরিয়সী, স্বপ্ন মাখা রূপ দেখেছি দিকে দিকে

সে আমি ইদানীং আয়না-সম্মুখে বিরলে কথা বলি

শূন্য করতল, পাথর অভিমান, একলা পথ চলি

জন্ম দৈবাৎ, কোথায় কোন্ মাটি, তা কেন দেশ হবে…


Loading...