জেগে আছি, বীজে বৃক্ষে ফুলে

জেগে আছি, বীজে বৃক্ষে ফুলে

পূর্ণেন্দু পত্রী

জেগে আছি, বীজে বৃক্ষে ফুলে

Books Pointer Iconপূর্ণেন্দু পত্রী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনসাহিত্য সাগর১৭ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এত ডাকাডাকি কেন?

আমি তো রয়েছি জেগে সর্বসমক্ষেই।

ঐ তো আমার ছেঁড়া চটি জুতো পড়ে আছে

উদ্দাম সোপানে।

আমার তুলির দাগ তোমাদের কাগজে মলাটে

আমার রক্তের দাগও খুঁেজ পাবে ধুলোয় আগুনে।

জেগে আছি বীজে, বৃক্ষে, ফুলে।

তবু এত ডাকাডাকি কেন?

তোমাদের ঝলমলে শিকড়বিহীন মত্ত উল্লাসের চেয়ে

আমার নিভৃত এই অন্ধকার

ভাঙা সিড়ি

গোপন প্রদীপ

ঢ...

Loading...