
অসাবধান

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমায় যদি মনটি দেবে
দিয়ো , দিয়ো মন—
মনের মধ্যে ভাবনা কিন্তু
রেখো সারাক্ষণ ।
খোলা আমার দুয়ারখানা ,
ভোলা আমার প্রাণ—
কখন যে কার আনাগোনা
নইকো সাবধান ।
পথের ধারে বাড়ি আমার ,
...