
তোমাকে দেখার অসুখ

সাদাত হোসাইন
| সাদাত হোসাইন | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০২০
উৎসর্গ
তার সাথে আমার দেখা হওয়াটা অদ্ভুত;
অদ্ভুত দিনের পর দিন ছায়াসঙ্গী হয়ে ওঠাটাও।
তবে দিন যত গিয়েছে ছোট্ট সেই মানুষটার ছায়া ততই বিস্তৃত
হয়েছে। আর আমি তার সেই বিস্তৃত মায়াময় ছায়ায় হেঁটে গেছি
নির্ভার পথ।
আমি তাকে বলি, আকাশের মতন হৃদয়।
হৃদয় চৌধুরী
আস্ত...