
ওরা

সুনীল গঙ্গোপাধ্যায়
ওরা একটা বোমা বানাচ্ছে, যাতে সব মৌমাছিরা শেষ হয়ে যাবে
মৌমাছির সঙ্গে ভোমরা, ফড়িং টড়িং-এর মতন পোকা মাকড়
আর কোনো ক্ষতি হবে না
বাঁচা যাবে। মৌমাছিরা আর হুল ফোটাতে পারবে না মানুষকে
মানুষকেও আর চুরি করতে হবে না পরের ঘরের মধু
হ্যা, মধু আর পাওয়া যাবে না অবশ্য, তাতে আর এমন কী
‘মধ্বাভাবে ঘুড়ং দদ্দাৎ’ কথা আছে না?
মধুর অভাবে গুড়, কিংবা চিনি, চিনি তো...