খোকা

খোকা

রবীন্দ্রনাথ ঠাকুর

খোকা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


খোকার চোখে যে ঘুম আসে

সকল - তাপ - নাশা —

জান কি কেউ কোথা হতে যে

করে সে যাওয়া - আসা ।

শুনেছি রূপকথার গাঁয়ে

জোনাকি - জ্বলা বনের ছায়ে

দুলিছে দুটি পারুল - কুঁড়ি ,

তাহারি মাঝে বাসা —

সেখান থেকে খোকার চোখে

করে সে যাওয়া - আসা ।

খোকার ঠোঁটে যে হাসিখানি

চমকে ঘুমঘোরে —

কোন্‌...

Loading...