আমাদের তুমুল হৈ হল্লা

আমাদের তুমুল হৈ হল্লা

পূর্ণেন্দু পত্রী

আমাদের তুমুল হৈ হল্লা

Books Pointer Iconপূর্ণেন্দু পত্রী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনতন্নি সরকার১৭ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দু-পাল্লা জানালা কেউ পেয়ে যায় মর্মের ভিতরে

দৈববাণী আসে সেই পথে।


তোমরা বিদীর্ণ হও, যারা গাও নক্ষত্রের স্তব

তোমরা রক্তাক্ত হও, যারা চাও দুষপ্রাপ্য লন্ঠন

তোমরা একাকী হও, যারা খোঁজো মানুষের মুখে

মহাবল্লীপুরমের স্তম্ভের মতন কারুকাজ।

ভিজে তোয়ারের মতো নিজেকে নিংড়িয়ে শুকনো করো

চিরতৃণ হয়ে ফোটো শ্মশানের কাঠ-কয়লা চিরে।

ভিখারীর প্রিয়তম আধ...

Loading...