অধরা

অধরা

রবীন্দ্রনাথ ঠাকুর

অধরা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অধরা মাধুরী ধরা পড়িয়াছে

এ মোর ছন্দবন্ধনে।

বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,

বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।

গত ফসলের পলাশের রাঙিমারে

ধরে রাখে ওর পাখা,

ঝরা শিরীষের পেলব আভাস

ওর কাকলিতে মাখা।

শুনে যাও বিদেশিনী,

তোমার ভাষায় ওরে

ডাকো দেখি নাম ধরে।


<...
Loading...